বৃষ্টি ভেজা আকাশ যদি মেঘে থাকে ঢাকা,
রোদের কি আর সাধ্য থাকে রংধনু আঁকা,
বৃষ্টি ভেজা আকাশ যদি মেঘে থাকে ঢাকা,
রোদের কি আর সাধ্য থাকে রংধনু আঁকা,
মনটা ঢেকে রাখো তুমি রূপের অহংকারে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে
বৃষ্টি ভেজা আকাশ যদি মেঘে থেকে ঢাকা,,
রোদের কি আর সাধ্য থেকে রংধনু আঁকা ,
মনটা ঢেকে রাখো তুমি রূপের অহংকারে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,
প্লিজ!কেউ কপি করবেন না।
কপি করে পুনরায় আপলোড করার আগে
একবার নিজের বিবেক কে প্রশ্ন করবেন
কাজ ঠিক করতেছেন কি?
তোমার মতোই মাটির গড়া একটি মানুষ আমি,,
আমার মনের ভালবাসার দিলেনা দাম তুমি,
তোমার মতোই মাটির গড়া একটি মানুষ আমি,,
আমার মনের ভালবাসার দিলেনা দাম তুমি,
আলো আধার জুড়ে আছে তোমার হৃদয় জুড়ে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,
বৃষ্টি ভেজা আকাশ যদি মেঘে থাকে ঢাকা,
রোদের কি আর সাধ্য থাকে রংধনু আঁকা,
মনটা ঢেকে রাখো তুমি রূপের অহংকারে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে
প্লিজ!কেউ কপি করবেন না।
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার আমার একান্ত দ্বায়িত্ব।
বুকের মাঝে ধরে আছো হয়তো মরুভূমি,
মরুর বুকে কেমন করে ফোটাবো ফুল আমি,
Digital Bangla
বুকের মাঝে ধরে আছো হয়তো মরুভূমি,
মরুর বুকে কেমন করে ফোটাবো ফুল আমি,
জ্বালো নাতো আশার প্রদীপ তোমার মনের ঘরে,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,
বৃষ্টি ভেজা আকাশ যদি মেঘে থাকে ঢাকা,
রোদের কি আর সাধ্য থাকে রংধনু আঁকা,
বৃষ্টি ভেজা আকাশ যদি মেঘে থাকে ঢাকা,
রোদের কি আর সাধ্য থাকে রংধনু আঁকা,
মনটা ঢেকে রাখো তুমি রূপের অহংকারে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে
বৃষ্টি ভেজা আকাশ যদি মেঘে থাকে ঢাকা,
রোদের কি আর সাধ্য থাকে রংধনু আঁকা,
মনটা ঢেকে রাখো তুমি রূপের অহংকারে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে
আমার মনের ছাঁয়া বলো পড়বে কেমন করে,,