পোড়া মন পোড়া মন
তোর প্রেমে পোড়া মন
দিবানিশি এ মনে এমনই দহন
মুখে যাইনা কহন
বুকে যাইনা সহন
হুম...হুম...হুম...
পোড়া মন পোড়া মন
তোর প্রেমে পোড়া মন
দিবানিশি এ মনে এমনই দহন
মুখে যাইনা কহন
বুকে যাইনা সহন
হুম...হুম...হুম...
ভালো লাগে তোর এই পিরিতি
এ পিরিতে মরণও মেনে নেব
শুধু মরণ কালে তোকে
প্রাণহীন দেহ মাঝে টেনে নেব
ভালো লাগে তোর এই পিরিতি
এ পিরিতে মরণও মেনে নেব
শুধু মরণ কালে তোকে
প্রাণহীন দেহ মাঝে টেনে নেব
এপারে ওপারে দু পারে হবো আপন
পোড়া মন পোড়া মন
তোর প্রেমে পোড়া মন
দিবানিশি এ মনে এমনই দহন
মুখে যাইনা কহন
বুকে যাইনা সহন
হুম...হুম...হুম...
ভালোবাসি তোকেই ভালোবাসি
ঐ বিধাতা জানে তা কত খানি
বুঝি বিধাতার অন্তরে
ভালোবাসা রয়েছে যতখানি
ভালোবাসি তোকেই ভালোবাসি
ঐ বিধাতা জানে তা কত খানি
বুঝি বিধাতার অন্তরে
ভালোবাসা রয়েছে যতখানি
আধারে আলোতে
তোকে নিয়ে দেখি স্বপন
পোড়া মন পোড়া মন
তোর প্রেমে পোড়া মন
দিবানিশি এ মনে এমনই দহন
মুখে যাইনা কহন
বুকে যাইনা সহন
হুম...হুম...হুম...
হুম...হুম...হুম...