রোজ চুপিচুপি, রাত দিয়ে উঁকি
কেন যে পালায়
রোদ ওঠা লালে, তোমাকে সাজালে
বড্ড মানায়
ভুলে গিয়ে প্রেমের দোহাই
চুপ ঠোঁটে তোমাকে চাই
কোন অভিমানে, রাগ চাপা গানে
তুমি ডাকছো আমায়
আনমনে যদি, আজ আঁকি নদী
তুমি শুকনো ডাঙায়
ভুলে গিয়ে প্রেমের দোহাই
চুপ ঠোঁটে তোমাকে চাই
হাওয়ার দিকে ফিরিয়ে দিলে শান্ত পাখির মুখ
তোমায় পাওয়া এ কোন অলীক সুখ
ফিরিয়ে দিলে ফিরিয়ে দিলে সে কোন মায়ায় রূপ
তোমায় পাওয়া এ কোন অলীক সুখ।
ভুলে গিয়ে প্রেমের দোহাই
চুপ ঠোঁটে তোমাকে চাই