menu-iconlogo
huatong
huatong
nodi-oi-cheleta-cover-image

Oi cheleta

Nodihuatong
sandraterrell69huatong
Lyrics
Recordings
ওই ছেলেটা বড়ো পাজি, আমাকেও জ্বালায় রোজই

ওই ছেলেটা বড়ো পাজি, আমাকেও জ্বালায় রোজই

ওর জ্বালাতনে আমার মনে নাই একটুও শান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

আমার সামনে ও দাঁড়ায় যখন যাইতে রাস্তা দিয়া

হয়তো একটা পত্র নয়তো লাল গোলাপ হাতে নিয়া

আমার সামনে ও দাঁড়ায় যখন যাইতে রাস্তা দিয়া

হয়তো একটা পত্র নয়তো লাল গোলাপ হাতে নিয়া

আরে, ওর জ্বালাতনে আমার মনে নাই একটুও শান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

ওই ছেলেটা বড়ো পাজি, আমাকেও জ্বালায় রোজই

ওর জ্বালাতনে আমার মনে নাই একটুও শান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

আমায় দেখলে ও বলবে জানি হিন্দি গানের কলি

শিস দিবে, নাহয় ইংরেজিতে ও মারবে একটা গালি

আমায় দেখলে ও বলবে জানি হিন্দি গানের কলি

শিস দিবে, নাহয় ইংরেজিতে ও মারবে একটা গালি

হায় রে, ওর জ্বালাতনে আমার মনে নাই একটুও শান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

ওই ছেলেটা বড়ো পাজি, আমাকেও জ্বালায় রোজই

ওর জ্বালাতনে আমার মনে নাই একটুও শান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

এই অন্তরে শুধু ক্লান্তি, আমার অন্তরে শুধু ক্লান্তি

More From Nodi

See alllogo

You May Like