menu-iconlogo
huatong
huatong
pankaj-udhas--cover-image

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

Pankaj Udhashuatong
nando2117huatong
Lyrics
Recordings
তুমি খাঁচা হলে আমি হবো পাখি...

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

সারাদিন বসে ধারে

তোমারি নাম ধরে

করে যাব ডাকাডাকি....

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

কপি করা থেকে বিরত থাকুন,

পরিবেশ সুন্দর রাখুন।

যদি ভালো লাগে লাইক দিয়েন!

প্লিজ কেউ আনলাইক দিয়েন না।

তুমি ফুল হলে আমি হবো মৌমাছি

মধু আর মাধরী'র রবো কাছাকাছি

তুমি ফুল হলে আমি হবো মৌমাছি

মধু আর মাধরী'র রবো কাছাকাছি

গুনগুন গানে হবে

যত কথা বা....কি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

আরও জনপ্রিয় সব গান পেতে

লাইক কমেন্টস শেয়ার করুন।

তুমি মেঘ হলে আমি রঙধনু হয়ে

থাকব তোমার ঐ হৃদয় ছুঁয়ে

তুমি মেঘ হলে আমি রঙধনু হয়ে

থাকব তোমার ঐ হৃদয় ছুঁয়ে

কত রাগে অনুরাগে

হবে মাখা মা....খি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

আপনাদের বিনোদনের জন্য

মিউজিক আপলোড করি,

কোনো বিনিময়ের জন্য নয়

আশা করি পাশেই থাকবেন!

আমি হব নাউ তুমি নদী হলে

ভেসে যাব অজানায়

দেবো পাল তুলে

আমি হব নাউ তুমি নদী হলে

ভেসে যাব অজানায়

দেবো পাল তুলে

তুমি যদি সুরা হউ

আমি হব সা....কি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

সারাদিন বসে ধারে

তোমারি নাম ধরে

করে যাব ডাকাডাকি....

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

তুমি খাঁচা হলে আমি হবো পাখি

More From Pankaj Udhas

See alllogo

You May Like