menu-iconlogo
huatong
huatong
popeye-bangladesh-odekha-alo-cover-image

Odekha Alo

Popeye bangladeshhuatong
powerofnow1huatong
Lyrics
Recordings
আমি ঝড় কী দেখেছি, আমি কষ্ট কী বুঝি

জীবনের খোলা পথে আমি নিজেকে খুঁজি

আকাশের মতো বিশাল, কোনো সাগরের সমান

মতো দুঃখের বোঝ নিয়ে আমি মিছে হেসে গেছি

সব ভুলে একটু সুখের খোঁজে

কতবার ফিরেছি শূন্য দুহাতে

বিষন্নতার অভিশাপে ঘিরে

খুঁজি অদেখা আলোকে

আলোকে, আলোকে

আলোকে

আমি স্বপ্ন ভেঙেছি, আমি সত্য মেনেছি

ভালোবাসা গিয়ে ভুলে আমি ঘৃণা শিখেছি

পাথরের মতো নিথর সময় করেছে ভিতর

আমি ছিলাম না এমন, আমি ছিলাম না এমন

হঠাৎ দেখি হয়ে গেছি একা

সবার মুখোশের পিছে লুকিয়ে থাকা

নীরব আঁধার নেমে নিল ঘিরে

খুঁজি অদেখা আলোকে

আলোকে, আলোকে

আলোকে, আলোকে

হঠাৎ দেখি হয়ে গেছি একা

সবার মুখোশের পিছে লুকিয়ে থাকা

বিষন্নতার অভিশাপে ঘিরে

খুঁজি অদেখা আলোকে

আলোকে, আলোকে

আলোকে, আলোকে

More From Popeye bangladesh

See alllogo

You May Like