menu-iconlogo
huatong
huatong
avatar

Ghumao Tumi Ghumao

Prince Mahmudhuatong
🎤🎧MahfujulTurjo🎤🎧🌐🕊️huatong
Lyrics
Recordings
ঘুম পাড়ানি চাঁদ গো তুমি

পরো জনের মুখে

হুম...হুম....হুম....

........

ঘুমাও তুমি ঘুমাও

হুম....

ঘুমাও তুমি ঘুমাও গো জান,

ঘুমাও আমার কোলে.....

ভালবাসার নাও ভাসাবো,

ভালবাসি বলে....

ঘুমাও তুমি ঘুমাও গো জান,

ঘুমাও আমার কোলে.....

ভালবাসার নাও ভাসাবো,

ভালবাসি বলে....

তোমার চুলে হাত বুলাবো,

পূর্ণ চাঁদের তলে .....

কৃষ্ণচূড়া মুখে তোমার,

জোসনা পড়ুক কোলে.....

ঘুমাও তুমি ঘুমাও গো জান,

ঘুমাও আমার কোলে.....

ভালবাসার নাও ভাসাবো,

ভালবাসি বলে....

আজকে জড়ায় ধরবে,তোমার

মনকে আমার মন....

গাইবে পাখি, গাইবে জোনাক

গাছ গাছালি বন...

আজকে জড়ায় ধরবে,তোমার

মনকে আমার মন....

গাইবে পাখি, গাইবে জোনাক

গাছ গাছালি বন...

এত ভালবাসা গো জান,

রাখিও আঁচলে....

দোলাও তুমি, দুলি আমি

জগত বাড়ি দোলে

ঘুমাও তুমি ঘুমাও গো জান,

ঘুমাও আমার কোলে.....

ভালবাসার নাও ভাসাবো,

ভালবাসি বলে....

তোমার চুলে হাত বুলাবো,

পূর্ণ চাঁদের তলে .....

কৃষ্ণচূড়া মুখে তোমার,

জোসনা পড়ুক কোলে.....

ঘুমাও তুমি ঘুমাও গো জান,

ঘুমাও আমার কোলে.....

ভালবাসার নাও ভাসাবো,

ভালবাসি বলে....

স্বপ্ন ঘুমের মূর্ছনাতে,

বাতাসও সুর তোলে.....

ভালবাসার শিশির কণা,

পড়বে ও আঁচলে....

স্বপ্ন ঘুমের মূর্ছনাতে,

বাতাসও সুর তোলে.....

ভালবাসার শিশির কণা,

পড়বে ও আঁচলে....

এত ভালবাসা গো জান,

রাখিও আঁচলে....

দোলাও তুমি, দুলি আমি

জগত বাড়ি দোলে

ঘুমাও তুমি ঘুমাও গো জান,

ঘুমাও আমার কোলে.....

ভালবাসার নাও ভাসাবো,

ভালবাসি বলে

তোমার চুলে হাত বুলাবো,

পূর্ণ চাঁদের তলে .....

কৃষ্ণচূড়া মুখে তোমার,

জোসনা পড়ুক কোলে.....

ঘুমাও তুমি ঘুমাও গো জান,

ঘুমাও আমার কোলে.....

ভালবাসার নাও ভাসাবো,

ভালবাসি বলে....

ভালবাসি বলে....

ভালবাসি বলে....

More From Prince Mahmud

See alllogo

You May Like