menu-iconlogo
huatong
huatong
avatar

Nadim Gallery-Eshwar_Priyotoma

Prince Mahmudhuatong
Udana_star51248170huatong
Lyrics
Recordings
Eshwar-Priyotoma

================

Prince Mahmud Feat Riyad

=======================

Uploaded-Nadim_Blues

=======================

তুমি এই রোদের মতো

আমি তোমায় মাখছি গো

তুমি এই মেঘের মতো

বৃষ্টির আশায় থাকছি গো

ভাবি যেতে যেতে থেমে

সেই দেখা শেষ দেখা না হোক

তোমার আমার প্রেমে...

আমি কি একাই স্মৃতির বাহক

তুমি এই রোদের মতো

আমি তোমায় মাখছি গো

তুমি এই মেঘের মতো

বৃষ্টির আশায় থাকছি গো

ভাবি যেতে যেতে থেমে

সেই দেখা শেষ দেখা না হোক

তোমার আমার প্রেমে...

আমি কি একাই স্মৃতির বাহক

তুমি সব ভালো আমার

তুমি সব আলো আমার

অন্ধকার তো না

তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা

ঈশ্বর কি তোমার আমার

মিলন লিখতে পারতোনা ?

ঈশ্বর কি তোমার আমার

মিলন লিখতে পারতোনা ?

==Music==Nadim==

তোমার সেই সবুজ পাহাড়

একটু কি রং হারাচ্ছে তা

মন খারাপের বিলাপ শোনো

গাছ ফুল পাখি লতাপাতা

-------------------------

তোমার সেই সবুজ পাহাড়

একটু কি রং হারাচ্ছে তা

মন খারাপের বিলাপ শোনো

গাছ ফুল পাখি লতাপাতা

এই ধূসর প্রখর জমিনে

আমি পথ হারা তোমা-বিনে,

শুনতে কি পাও না আর্তনাদ?

ঈশ্বর কি তোমার আমার

মিলন লিখতে পারতো না ?

ঈশ্বর কি তোমার আমার

মিলন লিখতে পারতো না ?

=Thanks for listening-Nadim=

More From Prince Mahmud

See alllogo

You May Like