menu-iconlogo
huatong
huatong
avatar

Pagla Hawar Badol Dine

Rabindra Sangeethuatong
parconnohuatong
Lyrics
Recordings
পাগলা হাওয়ার বাদল দিনে

পাগল আমার মন জেগে ওঠে

পাগলা হাওয়ার বাদল দিনে

পাগল আমার মন জেগে ওঠে

চেনাশোনার কোন্ বাইরে

যেখানে পথ নাই নাই রে

চেনাশোনার কোন্ বাইরে

যেখানে পথ নাই নাই রে

সেখানে অকারণে যায় ছুটে

পাগলা হাওয়ার বাদল দিনে

পাগল আমার মন জেগে ওঠে

ঘরের মুখে আর কি রে

কোনো দিন সে যাবে ফিরে

ঘরের মুখে আর কি রে

কোনো দিন সে যাবে ফিরে

যাবে না, যাবে না

দেয়াল যত সব গেল টুটে

যাবে না, যাবে না

পাগলা হাওয়ার বাদল দিনে

পাগল আমার মন জেগে ওঠে

বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা

কোন্ বলরামের আমি চেলা,

বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা

কোন্ বলরামের আমি চেলা,

আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে

যত মাতাল জুটে

আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে

যত মাতাল জুটে

যা না চাইবার তাই আজি চাই গো,

যা না পাইবার তাই কোথা পাই গো

যা না চাইবার তাই আজি চাই গো,

যা না পাইবার তাই কোথা পাই গো

পাব না, পাব না আহা

মরি অসম্ভবের পায়ে মাথা কুটে

পাব না, পাব না,

পাগলা হাওয়ার বাদল দিনে

পাগল আমার মন জেগে ওঠে

পাগলা হাওয়ার বাদল দিনে

পাগল আমার মন জেগে ওঠে

More From Rabindra Sangeet

See alllogo

You May Like

Pagla Hawar Badol Dine by Rabindra Sangeet - Lyrics & Covers