=:আপলোড বাই রাম পাত্র:=
*রিকোয়েস্ট, কপিল গানওয়ালা*
আমার চেতনা চৈতন্য করে
দে'মা চৈতন্যময়ী
আমার চেতনা চৈতন্য করে
দে'মা চৈতন্যময়ী
তোর ভাব সাগরে ভেসে আমি
তোর ভাব সাগরে ভেসে আমি
হব মা তোর পদাশ্রয়ী
আমার চেতনা চৈতন্য করে
দে'মা চৈতন্যময়ী
=:আপলোড বাই রাম পাত্র:=
* রিকোয়েস্ট কপিল গানওয়ালা*
অজ্ঞান মোর স্বভাব থেকে,
তোর ভাবে তুই নে মা ডেকে
অজ্ঞান মোর স্বভাব থেকে,
তোর ভাবে তুই নে মা ডেকে
জ্ঞান চক্ষু মেলে দেখি
মা জ্ঞান চক্ষু মেলে দেখি
কেমন তুই জ্ঞানদাময়ী।
আমার চেতনা চৈতন্য করে
দে'মা চৈতন্যময়ী
~আপলোড বাই রাম পাত্র~
[রিকোয়েস্ট কপিল গানওয়ালা]
তোর ভাবের খেলা দিয়ে,
দে মা আমার যা কিছু সব,
অভাব মিটিয়ে _
তোর ভাবের খেলা দিয়ে,
দে মা আমার যা কিছু সব,
অভাব মিটিয়ে _
কৌতুহল মোর এ জীবনে,
নিয়ে নে মা তোর ও চরণে
কৌতুহল মোর এ জীবনে,
নিয়ে নে মা তোর ও চরণে
মহানন্দে যাই চলে মা
মহানন্দে যাই চলে
হয়ে সর্ব রিপু জয়ী।
আমার চেতনা চৈতন্য করে,
দে'মা চৈতন্যময়ী
তোর ভাব সাগরে ভেসে আমি
তোর ভাব সাগরে ভেসে আমি
হব মা তোর পদাশ্রয়ী
আমার চেতনা চৈতন্য করে
দে'মা চৈতন্যময়ী
আমার চেতনা চৈতন্য করে
দে'মা চৈতন্যময়ী
(নমস্কার)