ওই পদ্ম চোখের নীল যমুনায় আমি ঝাঁপ দিয়েছি
ঝাঁপ দিয়ে আজ বিষের জ্বালায় আমি জ্বলে মরেছি।
সব ভুলে হায় ভুল করে যে
সব ভুলে হায় ভুল করে যে
আমি কি ভুল করেছি
ওই পদ্ম চোখের নীল যমুনায় আমি ঝাঁপ দিয়েছি
*আপলোড*রাম পাত্র*
ভালোবাসার কি যে জালা
আমি ছাড়া জানে কে
চন্দন বৃক্ষে ভুজঙ্গ রয়
সে ভুজঙ্গ প্রেম মানে কে
জেনেশুনেও কি সুখে যে
তাশেরই ঘর গড়েছি
ওই পদ্ম চোখের নীল যমুনায় আমি ঝাঁপ দিয়েছি
*আপলোড*রাম পাত্র*
ভালোবাসার এই কি গো গুণ
নিজেও জলে জালায় দ্বিগুণ
ভালোবাসার এই কি গো গুণ
নিজেও জলে জালায় দ্বিগুণ
=============
দিনের বেলায় আকাশটাতে
মিছেই তারা খুঁজেছি
আলতা রাঙা সাদা সে ফুল
নয়গো গোলাপ বুঝেছি
আমি বোকা বলেই কোকিল হয়ে
জোছনাতে গান ধরেছি
ওই পদ্ম চোখের নীল যমুনায় আমি ঝাঁপ দিয়েছি
ঝাঁপ দিয়ে আজ বিষের জ্বালায় আমি জ্বলে মরেছি।
সব ভুলে হায় ভুল করে যে
সব ভুলে হায় ভুল করে যে
আমি কি ভুল করেছি
ওই পদ্ম চোখের নীল যমুনায় আমি ঝাঁপ দিয়েছি
*আপলোড*রাম পাত্র*