আপলোড রামপাত্র
ফুল কেন ফোটে,চাঁদ কেন ওঠে
যদি এ ফাগুন-------
ফুলেরই বাহার,চোখেতে আমার
আনবে শ্রাবণ,অঝরে শ্রাবণ
অঝোরে শ্রাবণ--------
ফুল কেন ফোটে,চাঁদ কেন ওঠে
যদি এ ফাগুন-------
ফুলেরই বাহার,চোখেতে আমার
আনবে শ্রাবণ,অঝরে শ্রাবণ
অঝোরে শ্রাবণ--------
বেশ তো ছিলাম আমি আধারে একা
কেন যে আলোর রেখা দিলো গো দেখা
বেশ তো ছিলাম আমি আধারে একা
কেন যে আলোর রেখা দিলো গো দেখা
ছলনা তো ছিল না প্রাণে-----
তবুও যে কেন কে জানে------
ছলনা তো ছিল না প্রাণে------
তবুও যে কেন কে জানে-------
হলো গো এমন কেন,হলো গো এমন
কেন হল গো এমন
ফুল কেন ফোটে,চাঁদ কেন ওঠে
যদি এ ফাগুন-------
ফুলেরই বাহার,চোখেতে আমার
আনবে শ্রাবণ,অঝরে শ্রাবণ
অঝোরে শ্রাবণ--------
আপলোড রামপাত্র
মনকে বোঝাতে গেলে,বলে এ হৃদয়
এ জীবনে বহু কিছু,মেনে নিতে হয়
মনকে বোঝাতে গেলে,বলে এ হৃদয়
এ জীবনে বহু কিছু,মেনে নিতে হয়
অপরাধ কোন কিছু নেই-----
সাজা তবু দিয়ে গেল এই----
অপরাধ কোন কিছু নেই-----
সাজা তবু দিয়ে গেল এই-----
বিধির লিখন, একি বিধির লিখন
একি বিধির লিখন
ফুল কেন ফোটে,চাঁদ কেন ওঠে
যদি এ ফাগুন-------
ফুলেরই বাহার,চোখেতে আমার
আনবে শ্রাবণ,অঝরে শ্রাবণ
অঝোরে শ্রাবণ--------
ফুল কেন ফোটে,চাঁদ কেন ওঠে
Thank you