R+M
R----
মানে না মানে না মন
মানে না বারোন
শুনে না শুনে না মন
করে জালাতন
কত দিন একা ভালো লাগে....
হানিমুনে যাই চলো....
বিয়ের আগে...
--------
মানে না মানে না মন
মানে না বারোন
শুনে না শুনে না মন
করে জালাতন
কত দিন একা ভালো লাগে.....
হানিমুনে যাই চলো
বিয়ের আগে.....
M
R
-------------
কে.. বলেছে আগে
এসো না কাছাকাছি....
কে... বলেছে আগে
তোমাকে ভালোবাসি..
----------------
কে বলেছে আগে
এসো না কাছাকাছি...
কে.. বলেছে আগে
তোমাকে ভালোবাসি...
যে বলুক যত কথা
প্রেমেরি হালখাতা
লিখে যাবো রাগে অনুরাগে...
হানিমুনে যাই চলো-
বিয়ের আগে.....
M
R
----------------
নেই কিছু আগের মত
এলোমেলো লাগে সবি
সেই কথা আমারো মনে
দু নয়নে তোমার ছবি....
------------------
ওও নেই কিছু আগের মত
এলোমেলো লাগে সবি
ও সেই কথা আমারো মনে
দু নয়নে তোমার ছবি...
হা চোখে চোখে যত কথা
মনে মনে বেকুলতা
খনে খনে সে হয়ন জাগে
হানিমুনে যাই চলো
বিয়ের আগে.....
----------
মানে না মানে না মন
মানে না বারোন
শুনে না শুনে না মন
করে জালাতন
কত দিন একা ভালো লাগে....
হানিমুনে যাই চলো....
বিয়ের আগে...
---------
মানে না মানে না মন
মানে না বারোন
শুনে না শুনে না মন
করে জালাতন
কত দিন একা ভালো লাগে.....
হানিমুনে যাই চলো
বিয়ের আগে.....