menu-iconlogo
huatong
huatong
avatar

O Nodire Tui Vangli Amar

Sadman Pappuhuatong
™ຖคຊi๓™huatong
Lyrics
Recordings

ও নদীরে

তুই যাস কোথায় রে

কলকলাইয়া ছলছলাইয়া কোন সাগরে

ও নদীরে

তুই যাস কোথায় রে

কলকলাইয়া ছলছলাইয়া কোন সাগরে

যাস যেথা নে না তুই আমারে

যাস যেথা নে না তুই আমারে

ও নদীরে

তুই যাস কোথায় রে

কলকলাইয়া ছলছলাইয়া কোন সাগরে

ওই যে,ওই যে মাঝিরা গান গাইয়া যায়

ওই যে মাঝিরা ভাটিয়ালিগান গাইয়া যায়

পাল তুইলা

তুইলা কোন দুরে নাও বাইয়া যায়

ওই যে মাঝিরা ভাটিয়ালি গান গাইয়া যায়

পাল তুইলা

তুইলা কোন দুরে নাও বাইয়া যায়

ও ও ও ও ও ও ও

যাস যেথা নে না তুই আমারে

যাস যেথা নে না তুই আমারে

ও নদীরে

তুই যাস কোথায় রে

কলকলাইয়া ছলছলাইয়া কোন সাগরে

কইরে কইরে সাথীরা আয় ছুইটা আয়

কইরে সাথীরা তোরা সবে আয় ছুইটা আয়

হাত ধইরা

ধইরা যাই চইলা দুর অজানায়

কইরে সাথীরা তোরা সবে আয় ছুইটা আয়

হাত ধইরা

ধইরা যাই চইলা দুর অজানায়

ও ও ও ও ও ও ও

চল যেথা নদী যায় যায় চইলারে

চল যেথা নদী যায় যায় চইলারে

ও নদীরে

তুই যাস কোথায় রে

কলকলাইয়া ছলছলাইয়া কোন সাগরে

ও নদীরে

তুই যাস কোথায় রে

কলকলাইয়া ছলছলাইয়া কোন সাগরে

..........

Thanks

More From Sadman Pappu

See alllogo

You May Like