প্রিয় গান গুলো পেতে
আমার প্রোফাইল
ভিজিট করুন
শাহারিয়ার ইসলাম
ভদ্রতা বজায় রাখুন
কারাওকে মিউজিক
*চয়েজ বাই*
শাহারিয়ার ইসলাম
{আ-প-লো-ড}বাই
শাহারিয়ার ইসলাম
*সুরের পাখি গ্রুপ*
***START***
অনেক তো কাঁদালে তুমি
আর কতো কাঁদাবে বলো
অনেক তো পোড়ালে তুমি
আর কতো পোড়াবে বলো
যদি মরণ হতো- এর চেয়ে ছিলো যে ভালো
মরণ হতো- এর চেয়ে ছিলো যে ভালো
অনেক তো কাঁদালে তুমি
আর কতো কাঁদাবে বলো
*MUSIC*
*চয়েজ বাই*
শাহারিয়ার ইসলাম
============
{আ-প-লো-ড}বাই
শাহারিয়ার ইসলাম
============
*সুরের পাখি গ্রুপ*
*ALERT*
**START**
জীনের সব সুখ- কেড়ে নিয়েছো ছলোনাতে
পোড়ালে হৃদ্বয়- অশ্রু ঝরালে আঘাতে
জীনের সব সুখ- কেড়ে নিয়েছো ছলোনাতে
পোড়ালে হৃদ্বয়- অশ্রু ঝরালে আঘাতে
ভেঙে দিয়ে অন্তর- থেমে থাকোনি
মুছে দিয়েছো সব- আসার আলো
অনেক তো কাঁদালে তুমি
আর কতো কাঁদাবে বলো
*MUSIC*
*চয়েজ বাই*
শাহারিয়ার ইসলাম
============
{আ-প-লো-ড}বাই
শাহারিয়ার ইসলাম
============
*সুরের পাখি গ্রুপ*
*ALERT*
**START**
প্রেমেরি প্রহসর- লুকোতে গিয়ে আমাতে
মিথ্যের আশ্রয়- নিয়েছো বিনা দ্বিধাতে
প্রেমেরি প্রহসর- লুকোতে গিয়ে আমাতে
মিথ্যের আশ্রয়- নিয়েছো বিনা দ্বিধাতে
নিজের মনের কাছে প্রশ্নো রেখো
দুজনার মাঝে কি- কথা ছিলো
অনেক তো কাঁদালে তুমি
আর কতো কাঁদাবে বলো
অনেক তো পোড়ালে তুমি
আর কতো পোড়াতে বলো
যদি মরণ হতো- এর চেয়ে ছিলো যে ভালো
মরণ হতো- এর চেয়ে ছিলো যে ভালো
অনেক তো কাঁদালে তুমি
আর কতো কাঁদাবে বলো
===সমাপ্ত===