আমার ভালোবাসা
কাঁচেরই মতো ভেঙে গেলো
সাজানো জীবনটা হঠাৎ ঝড়ে…যেন
হয়ে গেল এলোমেলো…
আমার ভালোবাসা
কাঁচেরই মতো ভেঙে গেলো
সাজানো জীবনটা হঠাৎ ঝড়ে…যেন
হয়ে গেল এলোমেলো…
এখনো বড় একা
একাকী থাকি
হাসি মুখের বেদনা
লুকিয়ে রাখি
এখনো বড় একা
একাকী থাকি
হাসি মুখের বেদনা
লুকিয়ে রাখি
কি চেয়েছিলাম কিবা পেলাম
কি যে হলো… কি যে হলো
আমার ভালোবাসা
কাঁচেরই মতো ভেঙে গেলো
সাজানো জীবনটা হঠাৎ ঝড়ে…যেন
হয়ে গেল এলোমেলো…
এখনো মনে মনে
তোমাকে ভাবি…
এঁকে যাই আঁধারে…
তোমার-ই ছবি…
এখনো মনে মনে
তোমাকে ভাবি…
এঁকে যাই আঁধারে…
তোমার-ই ছবি…
আলো খুজেছিলাম আঁধার পেলাম
কেন হলো… কি ভুলে হলো
আমার ভালোবাসা
কাঁচেরই মতো ভেঙে গেলো
সাজানো জীবনটা হঠাৎ ঝড়ে…যেন
হয়ে গেল এলোমেলো…
আমার ভালোবাসা
কাঁচেরই মতো ভেঙে গেলো
সাজানো জীবনটা হঠাৎ ঝড়ে …যেন
হয়ে গেল এলোমেলো…
(((ধন্যবাদ সবাইকে)))