দূরেই তো ভালো ছিলে
আবার কেন কাছে এলে…
কতটা সুখে আছো জানালে তুমি
নীরবে চোখেরই জলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
দূরেই তো ভালো ছিলে
আবার কেন কাছে এলে…
কতটা সুখে আছো জানালে তুমি
নিরবে চোখেরই জলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
তবে কি নিয়তি
তোমাকেও ক্ষমা করেনি…
আমাকে কাঁদিয়ে তার
মনটা কি আজও ভরেনি…
তুমি বড় সুখে আছো
সে কথা ভেবে
কিছুটা সুখে ছিলাম
অনুতাপে জলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
জানিনা কি ভুলে
ভালোবেসে শুধু কেঁদেছি…
আমি তো তোমার
সুখ টুকু শুধু-ই চেয়েছি…
কি দুঃখের দহনে নিঃস্ব হয়েছি
দেখনি বিবেকের ওই চোখ মেলে
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
দূরেই তো ভালো ছিলে
আবার কেন কাছে এলে
কতটা সুখে আছো জানালে তুমি
নিরবে চোখের-ই জলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
কেন হৃদয় ভেঙ্গে দিলে…
((ধন্যবাদ সবাইকে))