মনে যারে চায়
বন্ধু প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
আমার মনে যারে চায়
বন্ধু প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
আমার বিরহ জ্বালায় অন্তরো পোড়ায়
সইতে পারিনা আমি কি করি উপায়
আমার মনে যারে চায়
বন্ধু প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
আমার মনে যারে চায়
বন্ধু প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
*************
*************
মাটির মনের এত মায়া জানতো কি তা কেউ
নিঠুর নদীর বুকের মাঝে আছে কত ঢেউ
মাটির মনের এত মায়া জানতো কি তা কেউ
নিঠুর নদীর বুকের মাঝে আছে কত ঢেউ
আমার ঢেউয়ের ই তালে অন্তর জ্বলে
সইতে পারিনা আমি বাঁচা হলো দায়
আমার মনে যারে চায়
বন্ধু প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
আমার মনে যারে চায়
বন্ধু প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
*************
*************
এই মনেতে একজনারই নিত্য বসবাস
তার বিহনে অন্তর আমার কান্দে বার মাস
এই মনেতে একজনারই নিত্য বসবাস
তার বিহনে অন্তর আমার কান্দে বার মাস
আমার নয়ন জলে, প্রেম অনলে
অন্তত পুড়ে রে বন্ধু কি দিয়া জুড়াই
আমার মনে যারে চায়
বন্ধু প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
আমার মনে যারে চায়
বন্ধু প্রাণে যারে চায়
তারে কি বলো ভোলা যায়
==ধন্যবাদ==