menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেম করিলাম দুইজনে আর

Sharif Uddinhuatong
banhabanhahuatong
Lyrics
Recordings
আমরা প্রেম করিলাম দুইজনে আর

প্রেম করিলাম দুইজনে আর

একলা পুইরা হইলাম ছাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

আমরা প্রেম করিলাম দুইজনে আর

প্রেম করিলাম দুইজনে আর

একলা পুইরা হইলাম ছাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

মর্ডান টপ সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একদিন সন্ধ্যা বেলায় পুকুর ঘাটে

বসে ছিলাম আমি

ভালবাসার মালা দিতে

এসেছিলে তুমি,,

একদিন সন্ধ্যা বেলায় পুকুর ঘাটে

বসে ছিলাম আমি

ভালবাসার মালা দিতে

এসেছিলে তুমি,,

আমি সেই মালারি জ্বালা নিয়ে

সেই মালারি জালা নিয়ে

আজও কেঁদে বুক ভাসাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

আমরা প্রেম করিলাম দুইজনে আর

প্রেম করিলাম দুইজনে আর

একলা পুইরা হইলাম ছাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

মর্ডান টপ সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

আমি ঘুমের ঘরে মাঝে মাঝে

স্বপ্নে তোমায় দেখি

ঘুম ভাঙ্গিলে নয়ন জলে

প্রেমের চিঠি লিখি,,

আমি ঘুমের ঘরে মাঝে মাঝে

স্বপ্নে তোমায় দেখি

ঘুম ভাঙ্গিলে নয়ন জলে

প্রেমের চিঠি লিখি,,

তুমি কত আদর করতে আমায়

কত আদর করতে আমায়

কেমনে ভুলিবো তাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

আমরা প্রেম করিলাম দুইজনে আর

প্রেম করিলাম দুইজনে আর

একলা পুইরা হইলাম ছাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

তোমার মনে নাইরে বন্ধু

তোমার মনে নাই

(ধন্যবাদ)

More From Sharif Uddin

See alllogo

You May Like

প্রেম করিলাম দুইজনে আর by Sharif Uddin - Lyrics & Covers