menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu re Tor Premo jala

Shorif Uddinhuatong
sparkygal30huatong
Lyrics
Recordings
বন্ধু রে তোর প্রেম জ্বালা..

শরিফ উদ্দিন

বন্ধু রে তোর প্রেম জ্বালা..

আমি জ্বইলা পুইরা কালা….গো

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

বন্ধু রে তোর প্রেম জ্বালা..

আমি জ্বইলা পুইরা কালা….গো

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

এত ভালোবাসা বন্ধুরে

বন্ধু কেমনে ভুইলা গেলি

হায়রে...

এত ভালোবাসা বন্ধুরে

বন্ধু কেমনে ভুইলা .গেলি

হায়রে…

আমি গোপনে কইরা পিরিতি

এখন বাসি নয়ন জলে বন্ধু রে

আমি গোপনে কইরা পিরিতি

এখন বাসি নয়ন জলে বন্ধু রে

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

কার কাছে কয় মনের দুঃখ

আমার এই ছিল কপালে

হায়রে....

কার কাছে কয় মনের দুঃখ

আমার এই ছিল কপালে

হায়রে....

আমি লোক সমাজে কলংকিনি

বন্ধু তোমারে না পাইলে বন্ধু রে

আমি লোক সমাজে কলংকিনি

বন্ধু তোমারে না পাইলে বন্ধু রে

আমার অন্তরে তে গইয়া গইয়া জলে...

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

ভুলিতে পারিনা বন্ধু রে

বন্ধু কি মায়া লাগাইলি

হায়রে.....

ভুলিতে পারিনা বন্ধু রে

বন্ধু কি মায়া লাগাইলি

হায়রে.....

অধম হারুনে কয় কি পাষানি

বন্ধু আমায় ভুইলা রইলি বন্ধু রে

অধম হারুনে কয় কি পাষানি

বন্ধু আমায় ভুইলা রইলি বন্ধু রে

আমার অন্তরে তে গইয়া গইয়া জলে

আমার অন্তরে তে গইয়া গইয়া জলে

বন্ধু রে তোর প্রেম জ্বালা..

আমি জ্বইলা পুইরা কালা….গো

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

আমার অন্তরেতে গইয়া গইয়া জলে..

সমাপ্ত

More From Shorif Uddin

See alllogo

You May Like