menu-iconlogo
huatong
huatong
avatar

tui jodi cinti amay poraner pakhi

S.I Tutulhuatong
pkperrinehuatong
Lyrics
Recordings
তুই যদি চিনতি আমায়

MayaMoni

তুই যদি চিনতি আমায় পরানের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

তুই যদি চিনতি আমায় পরানের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদোরে রাখি

হুম ভালো যদি বাসতি আমায়

দেখতিস কি আদোরে রাখি

ও..তুই যদি চিনতি আমায় পরানের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

MayaMoni

তুই ছাড়া ত্রি ভুবনে আর কেউ নাই

ও..তুই ছাড়া ত্রি ভুবনে আর কেউ নাই

আমি তোকে আমার সারা জীবন দিতে চাই

তুই যদি পরান আমার রাখিতিস বাঁধি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদোরে রাখি

MayaMoni

আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে

ও..আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে

আমার এ জীবনটা চলে তোর অনুসারে

তুই যদি বলিস আমায় প্রেম অপরাধী

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদোরে রাখি

তুই যদি চিনতি আমায় পরানের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

তুই যদি চিনতি আমায় পরানের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদোরে রাখি

হুম ভালো যদি বাসতি আমায়

দেখতিস কি আদোরে রাখি

ও..তুই যদি চিনতি আমায় পরানের পাখি

তোরে লিখে দিতাম আমার এ দুটি আঁখি

END

More From S.I Tutul

See alllogo

You May Like