menu-iconlogo
logo

o kakima sotti ami sotti valo chele by SOURAV MAHARAJ

logo
avatar
Sohellogo
🌹SOHEL🍀MSK🍀BGS🌹logo
Sing in App
Lyrics
CREATED BY SOHEL

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

আমার কাঁধে গিটার ঝোলে, ভাবছো বেকার ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

ও কাকিমা, তোমার মেয়ে দেখতে ভালো

পাড়ার সবাই বলে,

আমি নাকি ভালো ছেলে, তোমার মেয়ে বলে।

রাগ করো না, তোমার মেয়ে বড্ড ভালোবাসে,

তোমার মেয়ের হাতটা পেলে,

ও কাকিমা, যাবো বহুদূরে।

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

ও কাকিমা, তোমার মেয়ে জানলা খুলে

আমায় শুধু দেখে,

রোজ রাতেতে স্বপ্নে আমার,

কাকিমা, শুধু তোমার মেয়ে আসে।

রাগ করোনা তোমার মেয়ে বড্ড ভালোবাসে,

রোজ রাতেতে স্বপ্নে আমার,

শুধু তোমার মেয়ে আসে।

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

আমার কাঁধে গিটার ঝোলে, ভাবছো বেকার ছেলে

তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।