তারে ভোলানো গেল না কিছুতে
তারে ভোলানো গেল না কিছুতে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
বিষের পরশ দিয়ে
ভোলানো গেল না কিছুতে
তারে ভোলানো গেল না কিছুতে
তারে
***************
ভালোবেসে কোনোদিনও সুখ চেয়ো না
সব কিছু ভুলে যেতে ভুলে যেও না
ভালোবেসে কোনোদিনও সুখ চেয়ো না
সব কিছু ভুলে যেতে ভুলে যেও না
ফিরবার পথ নেই তবু আজ কেন
মরে যাওয়া গেল না যে কিছুতে
তারে ভোলানো গেল না কিছুতে
তারে
******************
যার নাম নিতে চোখে জল এসে যায়
তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়
যার নাম নিতে চোখে জল এসে যায়
তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়
চোখ মুছে ফেললেও মন থেকে তারে
মুছে ফেলা গেল না কিছুতে
তারে ভোলানো গেল না কিছুতে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
বিষের পরশ দিয়ে
ভোলানো গেল না কিছুতে
তারে ভোলানো গেল না কিছুতে
তারে