আপলোড... S.R.J jakaria Chowdhury
ছেলেঃ জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
মেয়েঃ ও নাগর ছাইড়া দে কলসি আমার যায় বেলা
ছেলেঃ হেই জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
মেয়েঃ হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ
ও নাগর ছাইড়া দে কলসি আমার যায় বেলা
ছেলেঃ কঠিন তোমার মন কন্যা শানে বান্দা হিয়া
কঠিন তোমার মন কন্যা শানে বান্দা হিয়া
মেয়েঃ কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া
ও নাগর ছাইড়া দে কলসি আমার যায় বেলা
ছেলেঃ জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেও
মেয়েঃ ও নাগর ছাইড়া দে কলসি আমার যায় বেলা
মেয়েঃ এত ডাঙ্গর হইছো পুরুষ না কইরাছো বিয়া
ভালাই তোমার মাতা পিতা ভালাই তোমার হিয়া
ও নাগর ছাইড়া দে কলসি আমার যায় বেলা
ছেলেঃ তোমার মত সুন্দর পাইলে করতাম আমি বিয়া
হেই তোমার মত সুন্দর পাইলে করতাম আমি বিয়া
ছারতাম না কলসি তোমার যায় যদি যাক বেলা
মেয়েঃ ও নাগর ছাইড়া দে কলসি আমার যায় বেলা
ছেলেঃ জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
মেয়েঃ ও নাগর ছাইড়া দে কলসি আমার যায় বেলা
ছেলেঃ জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
জল ভরা সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ
মেয়েঃ ও নাগর ছাইড়া দে কলসি আমার যায় বেলা
সবাই আমার পাশে থাকুন
যোগাযোগ নাম্বার 01642280962
এরকম মিউজিক পেতে পাশে থাকুন সবাই