আপলোড... S.R.J jakaria Chowdhury
সবাই মিউজিক ফলো করুন
গান করার সময় সাউন্ড কমিয়ে নিন
মেয়েঃ মন মিললে মেলা
না মিললে ঝামেলা
ছেলেঃ মন মিললে মেলা
না মিললে জামেলা
মেয়েঃ তোরে ছাড়া জমে
না প্রেমেরি খেলা
কালা তোরে ছাড়া
জমে না প্রেমেরি খেলা
জ্বালা জ্বালা পিরিতি বড় জালা
জ্বালা জ্বালা পিরিতি বড় জালা
ছেলেঃ এত জ্বালা প্রেম করিয়া
তবু কেনো তুমি করতে চাও
সারাদেশে ঢোল পিডাপিডি
তুমি আমার লাইগা নাকি মরতে চাও
কে জানে কি কইরা লাও
এ প্রেমের খেলাতো ভালো না
এত প্যারা লইতে পারো
এই প্যারা তোমার কাছে কোন জ্বালা না
মাইয়া মানুষের ছলনায়
যে পড়ছে সে বোঝে
টাইট দিয়া পরে কোন লাভ হয় না
উরু উরু মন খোঁজে খোঁজে
নিজের বুঝ বারে বার
দুঃখের কথা কমু গিয়ে কারে আর
বুঝের মানুষ বুঝ না হলে
খেলা খারাপ খেলে খেলোয়ার
ছেলে মনের যত গোপন কথা
একলা শুনতে হয়
রসের পিরিত জমে না
থাকলে মনে ভয়
ছেলেঃ
ওরে মনের যত গোপন কথা
একলা শুনতে হয়
রসের পিরিত জমে না
থাকলে মনে ভয়
মেয়েঃ চুপি চুপি আসিস গলে পরাবো মালা
চুপি চুপি আসিস গলে পরাবো মালা
তোরে ছাড়া জমে না প্রেমেরি খেলা
কালা তোরে ছাড়া জমেনা প্রেমেরি খেলা
জ্বালা জ্বালা পিরিতে বড় জালা
জ্বালা জ্বালা পিরিতে বড় জ্বালা
ছেলেঃ ডাইনে জালা বামে জালা
জালার নাইকা শেষ
আরে তোমার মনে কেন এত জ্বালা
তাই এত বেশি লাগে খ্যাছ
কেনো এত বেশি লাগে প্যাছ
কবে কই যেন ভাইগা যাস
ঘুমের ভিতর তুই এত জালাস
আমি ফাল দিয়া জায়গায় যাই
মেয়েঃ জ্বালা জ্বালা প্রেমে বড় জালা
ছেলেঃ জ্বালা জ্বালা প্রেমে বড় জ্বালা
মেয়েঃ সুখের কথা সবাই বলে সুখী কয়জন হয়
আমি বন্ধু জানি তুই কবু আমার নয়
ছেলেঃ ওরে সুখের কথা সবাই বলে
সুখি কয়জন হয়
আমি বন্ধু জানি তুই কবু আমার নয়
মেয়েঃ তুবু বন্ধু আসিস
গলে পরাবো মালা
তবু বন্ধু আসিস
গলে পড়াবো মালা
তোরে ছাড়া জমে
না প্রেমেরি খেলা
কালা তোরে ছাড়া জমে
না প্রেমেরি খেলা
জ্বালা জ্বালা প্রেম বড় জ্বালা
জ্বালা জ্বালা প্রেমে বড় জনা
এই রকম মিউজিক পেতে
যোগাযোগ নাম্বার 01642280962 imo
By