তোমাকে খুঁজি
বিকেলে রোজ দিন তুমি একাকী
জানালার ফাঁকে
তাকিয়ে কার নামে দিচ্ছ উকি
শুনছো কি তুমি দাড়িয়ে
ডাকছি আমি
উপেক্ষা করে কাকে
খুঁজো তুমি
তোমাকে খুঁজি আনমনে
তুমি কোথায় হারিয়ে
কেন লুকোচুরি খেলো
আমার মন নিয়ে
যাবে যাবে কি
অভিমানী মন ভেঙে আসো দেখি
তোমার নামে আমি লিখে দিয়েছি
আমার পৃথিবী (পৃথিবী)
তুমি হারিয়ে
কথা বলোনা কেন আছো যে লুকিয়ে
দরজা খুলে দাড়িয়ে আছি
তোমার দুয়ারে সে কে
শুনছো কি তুমি দাড়িয়ে
ভাবছি আমি
কেন অবহেলা তোমার
অসহায় আমি
তোমাকে খুঁজি আনমনে
তুমি কোথায় হারিয়ে
কেন লুকোচুরি খেলো
আমার মন নিয়ে
যাবে যাবে কি
অভিমানী মন ভেঙে আসো দেখি
তোমার নামে আমি লিখে দিয়েছি
আমার পৃথিবী (পৃথিবী)
ছুয়ে দেও তুমি
তোমাকে তোমার জন্যে ভালোবাসি
তোমার মুখে তার জন্যে
কেন মিথ্যে হাসি
যাবে যাবে কি
অভিমানী মন ভেঙে আসো দেখি
তোমার নামে আমি লিখে দিয়েছি
আমার পৃথিবী (পৃথিবী)
পৃথিবী