menu-iconlogo
huatong
huatong
avatar

Beja Beja Cokh"ভেজা ভেজা চোখে

Tanjib Sarowarhuatong
sshotshuatong
Lyrics
Recordings

তোমার হাসির ঢেউ,

লাগলো আমার চোখে,

ভিজলো দু চোখের পাতা

জানলো না... তো লোকে।

ও... তোমার হাসির ঢেউ ,

লাগলো আমার চোখে,

ভিজলো দু চোখের পাতা,

জানলো না... তো লোকে।

লোকে...

ভেজা ভেজা চোখ আমি,

রোদ্দুরে শুকাবো।

ভালোবাসি তোমারে,

কি করে তা লুকাবো ?

ভেজা ভেজা চোখ আমি

রোদ্দুরে শুকাবো।

ভালোবাসি তোমারে

কি করে তা লুকাবো...

তোমার হাসির ঢেউ,

লাগল আমার চোখে।

ভিজলো দু চোখের পাতা

জানলো না... তো লোকে।

তোমার ভালো হোক,

তুমি সুখে থাকো

কিছুই চাইনা আমি,

মনে রাখো বা না রাখো।

তোমার ভালো হোক,

তুমি সুখে থাকো

কিছুই চাইনা আমি,

মনে রাখো বা না রাখো।

আমি একলা ভালোবেসেই যাবো,

পথো চেয়ে হায় শুধু বসেই রবো...

ভেজা ভেজা চোখ আমি

রোদ্দুরে শুকাবো,

ভালোবাসি তোমারে

কি করে তা লুকাবো।

ভেজা ভেজা চোখ আমি

রোদ্দুরে শুকাবো,

ভালোবাসি তোমারে

কি করে তা লুকাবো।

ভেজা ভেজা চোখ আমি

রোদ্দুরে শুকাবো,

ভালোবাসি তোমারে

কি করে তা লুকাবো।

ভেজা ভেজা চোখ আমি

রোদ্দুরে শুকাবো,

ভালোবাসি তোমারে

কি করে তা লুকাবো..

More From Tanjib Sarowar

See alllogo

You May Like