আরো গান পেতে আমাকে ফলো করুন
আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা
সময় যখন মরুর ঝড়ে,এ মন হারায় কেমন করে,
আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা..
আকাশ যখন আঁধার ভীষণ,
এক ফোঁটা জল চেয়েছে মন,
অবহেলায় অপমানে,পেয়েছে রিক্ত শুন্যতা..
সমান্তরাল পথের বাকে তোমার পথের দিশা থাকে
সে দিশা খোঁজে তোমাকে, দীপান্বিতা …
গাছের সবুজ পাতার ফাঁকে,
তোমার ছোঁয়া, মিশে থাকে,
সে ছোঁয়া খোঁজে তোমাকে, দীপান্বিতা…