menu-iconlogo
huatong
huatong
avatar

Bosonto Batase Soigo

Tina Ghoshalhuatong
honeybadger1huatong
Lyrics
Recordings
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে

সই গো, বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে

সই গো, বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল

বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল

ফুলের গন্ধে মন-আনন্দে

ফুলের গন্ধে মন-আনন্দে ভ্রমরা আকুল

সই গো, বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্বধারে

বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্বধারে

সেথায় বসে বাজায় বাঁশি

সেথায় বসে বাজায় বাঁশি, প্রাণ নিলো তার সুরে

সই গো, বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে

সই গো, বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

সই গো, বসন্ত বাতাসে

More From Tina Ghoshal

See alllogo

You May Like

Bosonto Batase Soigo by Tina Ghoshal - Lyrics & Covers