সবাইকে স্বাগতম
এখানে আপনারা সকল গানের অরজিনাল ট্রাক পেয়ে যাবেন
Track arrange by:Maruf Hassan {Ganer vubon family}
ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
Music
মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারই চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম
Music
যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম
এতো রাত ভ্রমর কেন করো গুনগুন?
লক্ষ্মী ভ্রমর চুপ করো না
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম
ধন্যবাদান্তে
মারুফ হাসান {গানের ভুবন ফ্যামিলি}