menu-iconlogo
huatong
huatong
avatar

পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
ashokmajhi371huatong
Letras
Grabaciones
পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন

ফিরে আর আসবে কি কখনও

ফিরে আর আসবে কি কখনও

খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি

তুমি আর হাসবে কি কখনও

তুমি আর হাসবে কি কখনও

অনুযোগ কার নাম না জেনে

অধরেতে কোন সাড়া না এলে

অনুযোগ কার নাম না জেনে

অধরেতে কোন সাড়া না এলে

দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ

চোখে আর ভাসবে কি কখনও

চোখে আর ভাসবে কি কখনও

কাব্য কি কথা সে ভাবব কি বিলাসে

মায়াজাল বুনবো কি তখনও

দু-একটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও

সে বাতাস বাঁশি কিগো বাজাবে

সে আবেশ মনে মনে সাজাবে

বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান

ভাল আর বাসবে কি কখনও

ভাল আর বাসবে কি কখনও

পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন

ফিরে আর আসবে কি কখনও

ফিরে আর আসবে কি কখনও

ফিরে আর আসবে কি কখনও

Más De মান্না দে Manna Dey,Prabhas Dey

Ver todologo

Te Podría Gustar