menu-iconlogo
huatong
huatong
avatar

আশার শ্রাবণ মানে না তো মন

লতা মঙ্গেশকরhuatong
robinrfarrowhuatong
Letras
Grabaciones
আষাঢ় শ্রাবণ মানে না তো মন

ঝর ঝর ঝর ঝর ঝরেছে

তোমাকে আমার মনে পড়েছে

তোমাকে আমার মনে পড়েছে।

আষাঢ় শ্রাবণ মানে না তো মন

ঝর ঝর ঝর ঝর ঝরেছে

তোমাকে আমার মনে পড়েছে।

আলোর তরীতে বেয়ে দিন চলে যায়

আঁধারের মন জ্বলে তারায় তারায়।

আলোর তরীতে বেয়ে দিন চলে যায়

আঁধারের মন জ্বলে তারায় তারায়।

আমার এ মন কেন শুধু আকুলায়

বরষন যেনও কোথা হয়েছে।

তোমাকে আমার মনে পড়েছে

তোমাকে আমার মনে পড়েছে।

আষাঢ় শ্রাবণ মানে না তো মন

ঝর ঝর ঝর ঝর ঝরেছে

তোমাকে আমার মনে পড়েছে

দিও নাকো কোনও কিছু দিওনা আমায়

সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়

দিও নাকো কোনও কিছু দিওনা আমায়

সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়

চোখের জলেতে বেয়ে সুখ এলো তায়

আজ মন মোহনায় মিশেছে।

তোমাকে আমার মনে পড়েছে

তোমাকে আমার মনে পড়েছে

আষাঢ় শ্রাবণ মানে না তো মন

ঝর ঝর ঝর ঝর ঝরেছে

তোমাকে আমার মনে পড়েছে

তোমাকে আমার মনে পড়েছে।

আষাঢ় শ্রাবণ মানে না তো মন

ঝর ঝর ঝর ঝর ঝরেছে

তোমাকে আমার মনে পড়েছে

তোমাকে আমার মনে পড়েছে।

Más De লতা মঙ্গেশকর

Ver todologo

Te Podría Gustar