menu-iconlogo
huatong
huatong
avatar

ধরণীর পথে পথে/Hamid_WE

লতা মঙ্গেশকরhuatong
Hamid___🆆🅴huatong
Letras
Grabaciones
ধরণীর~

পথে পথে ধুলি..হয়ে রয়ে যাবো

এই..কামনা~

আর কিছু না..

আগামীর~

পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো

সেই ঠিকানায়~

আর কিছু না..

ধরণীর~

পথে পথে ধূলি..হয়ে রয়ে যাবো

এই কামনা~

আর কিছু না..

আগামীর~

পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো..

সেই ঠিকানায়~

আর কিছু না..

===H.PUTUL_WE===

কতো গান, কতো আশা

কতো ছিল,ভালোবাসা..মগ্ন স্বপন

এ পথেরই দুই ~ধারে

বীজেরই মতন তারে..করেছি বপন..

কতো গান, কতো আশা

কতো ছিল ভালবাসা..মগ্ন স্বপন

এ পথেরই দুই~ধারে

বীজেরই মতন তারে..করেছি বপন..

পথিক যখ..ন যাবে..

তরু-শাখা,প..ল্লবে

কিছু ছায়া হয়ে~রবে, মোর বাসনা..

ধরণীর~

পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো..

এই কামনা~

আর কিছু না..

আগামীর~

পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো

সেই ঠিকানায়~

আর কিছু না..

===Hamid_WE===

জনম জনম ধরে

পতাকার মত করে..নিয়ে ইতিহা..স

যেতে যেতে ক্রমে~ক্রমে

কখনও গিয়েছে থেমে..ভেঙ্গে গেছে শ্বা..স

জনম জনম ধরে

পতাকার মত করে..নিয়ে ইতিহা..স

যেতে যেতে ক্রমে~ক্রমে

কখনও গিয়েছে থেমে..ভেঙ্গে গেছে শ্বা..স

তুমি যদি কা~ল আসো

নতুনেরে ভালোবাসো

আঁধারেতে জ্বেলে~নিও

মোর সাধনা…

ধরণীর~

পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো

এই কামনা~

আর কিছু না..

আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো

সেই ঠিকানায়~

আর কিছু না…

ধরণীর~

পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো

এই কামনা~

আর কিছু না..

*****ধন্যবাদ****

Más De লতা মঙ্গেশকর

Ver todologo

Te Podría Gustar