(ছেলে) রাগ কমলে ফোন করিস
আমি রাত জেগে বসে তোর অপেক্ষায়
(মেয়ে) তুই কেন যে এমন করিস
ফোন করবো না আমি রেগে আছি বেজায়
(ছেলে) কথা জমলে ফোন করিস
আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়
(মেয়ে) বল কেন এত ভুল করিস
আমি গলছিনা কিছুতেই তোর কথায়
তুই এত সহজে শুধরে যাবি না জানি
তাই হতেই হয় আমাকে অভিমানী
(ছেলে) তোর ফোন না এলে ঘুম নামে না দুচোখে
তাই তখন থেকে বলেই চলেছি তোকে
রাগ কমলে ফোন করিস
(মেয়ে)কমবে না কমবে না
রাগ কমবেনা কমবেনা
রাগ করবোনা করবোনা ফোন
(ছেলে) রাগ কমলে ফোন করিস
(মেয়ে)কমবে না কমবে না
রাগ কমবেনা কমবেনা
রাগ করবোনা করবোনা ফোন
(ছেলে) রাগ কমলে ফোন করিস হা-- হা----
(আপলোড বাই লিটন আহমেদ)
(ছেলে) মনটা নরম করে
একবার ফোন করে কথা বলে নে না
প্লিজ কেউ কি এমন করে
এত ভালবাসি তবু তোর মনে জাগে না সোহাগ
(মেয়ে) ও হো এত বোকা ছেলে তুই
আমাকেই খুঁজলি না অভিমানে
প্রেম থাকে এইটুকও বুঝলি না
ভালোবাসি যাকে তার উপরেই করা যায় রাগ
(ছেলে) ঠিক আছে
রাগ কমলে ফোন করিস
তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবো
কাল সন্ধ্যেয় দেখা করিস
তোর প্রিয় ফুল হাতে নিয়ে দাঁড়াবো
(মেয়ে) এত ভয় পেয়ে ভুল করিস
তোকে একলা ফেলে কি আমি পালাবো
তুই কেন যে এমন করিস
রাগ কমে গেলে ঠিক তোকে জানাবো
তুই এত সহজে শুধরে যাবি না জানি
তাই হতেই হয় আমাকে অভিমানী
(ছেলে) তোর ফোন না এলে ঘুম নামে না দুচোখে
তাই তখন থেকে বলেই চলেছি তোকে
রাগ কমলে ফোন করিস
(মেয়ে) কমবেনা কমবেনা
রাগ কমবেনা কমবেনা
রাগ করবোনা করবোনা ফোন
(ছেলে)রাগ কমলে ফোন করিস
(মেয়ে) কমবেনা কমবেনা
রাগ কমবেনা কমবেনা
রাগ করবোনা করবোনা ফোন
ছেলে)রাগ কমলে ফোন করিস
(মেয়ে) কমবেনা কমবেনা
রাগ কমবেনা কমবেনা
রাগ করবোনা করবোনা ফোন
ছেলে)রাগ কমলে ফোন করিস