menu-iconlogo
huatong
huatong
avatar

পাশের বাড়ির দুষ্ট ছেলে

Adityhuatong
rongreen82huatong
Letras
Grabaciones
পাশের বাড়ির ওই দুষ্টু ছেলে

সারাদিন ব্যাডমিন্টন খেলে

দেখলে আমাকে চোখ মারে

দিনে রাতে তাকে শুধু চুপিসারে

তার এই জ্বালা, আমি সইতে পারি না

একা একা কেন ভাল লাগেনা

কোন কাজে মন কেন বসে না

আমার কি হতে কি হয়ে গেল

আমি নিজে তো কিছুই বুঝিনা

ও ও ও একা একা কেন ভাল লাগেনা

উদাসী এ মন খুঁজে সারাক্ষণ

মজেছে তোমার ওই প্রেমেতে

এ মনটা ব্যাকুল করেছি কি ভুল

দিলে যে আগুন বুকেতে..

উদাসী এ মন খুঁজে সারাক্ষণ

মজেছে তোমার ওই প্রেমেতে

এ মনটা ব্যাকুল করেছি কি ভুল

দিলে যে আগুন বুকেতে

তার এই জ্বালা, আমি সইতে পারি না

একা একা কেন ভাল লাগেনা

কোন কাজে মন কেন বসে না

আমার কি হতে কি হয়ে গেল

আমি নিজে তো কিছুই বুঝিনা

ও ও ও একা একা কেন ভাল লাগেনা

কালো চশমার ফাঁকে চোখ দুটো তার

খুঁজে বেড়ায় যেন আমাকে

ছেঁড়াফাটা পোশাকে অঙ্গ যে তার

ইশারাতে কাছে ডাকে

কালো চশমার ফাঁকে চোখ দুটো তার

খুঁজে বেড়ায় যেন আমাকে

ছেঁড়াফাটা পোশাকে অঙ্গ যে তার

ইশারাতে কাছে ডাকে

তারে, ভোলা, আর তো যাবে না

একা একা কেন ভাল লাগেনা

কোন কাজে মন কেন বসে না

আমার কি হতে কি হয়ে গেল

আমি নিজে তো কিছুই বুঝিনা

ও ও ও একা একা কেন ভাল লাগেনা

পাশের বাড়ির ওই দুষ্টু ছেলে

সারাদিন ব্যাডমিন্টন খেলে

দেখলে আমাকে চোখ মারে

দিনে রাতে তাকে শুধু চুপিসারে

তার এই জ্বালা, আমি সইতে পারি না...

একা একা কেন ভাল লাগেনা

কোন কাজে মন কেন বসে না

আমার কি হতে কি হয়ে গেল

আমি নিজে তো কিছুই বুঝিনা

ও ও ও একা একা কেন ভাল লাগেনা

Más De Adity

Ver todologo

Te Podría Gustar