ছেলেঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা
ওগো সাথী আমার তুমি কিছু বলনা
ওগো সাথী আমার তুমি কিছু বলনা
নিরবে শুধু শুধু চেয়ে থেকো না
মেয়েঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা
ওগো সাথী আমার তুমি কিছু বলনা
গানঃ ওগো সাথী আমার
শিল্পীঃ এন্ড্রু কিশোর, রুনা লায়লা
সিনেমাঃ মর্যাদা
মেয়েঃ কত কথা দুই চোখেতে
কত আশা এই বুকেতে
ছেলেঃ বলো তুমি কেনো বোঝনা
কেনো কাছে তুমি ডাকো না
বন্ধু তুমি আর মান করোনা
মেয়েঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা
ওগো সাথী আমার তুমি কিছু বলনা
মেয়েঃ মায়া ভরা মধু লগ্ন,
আখি ভরা রাঙা স্বপ্ন
ছেলেঃ এসো হাসি গানে দুজনে,
ভরে রাখি এই জীবনে
এই স্মৃতি কখনো ভুলে যেও না
মেয়েঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা
ওগো সাথী আমার তুমি কিছু বলনা
নিরবে শুধু শুধু চেয়ে থেকো না
ছেলেঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা
ওগো সাথী আমার তুমি কিছু বলনা