ছেলে: ও~ রোকসানা
ও~ রোকসানা
ও~ রোকসানা
তুমি আমার জান
আমি, তোমার, ঠিকানা
==============
প্রেমে পড়েছি, তাই তো এসেছি
ফিরিয়ে দিতে পারবে না
প্রেমে পড়েছি তাই তো এসেছি
ফিরিয়ে দিতে পারবে না
সোনা আর চাঁদি, চাই না আমি
সোনা আর চাঁদি, চাই না আমি
চাই দিলের নাজরানা
প্রেমে পড়েছি, তাই তো এসেছি
ফিরিয়ে দিতে পারবে না
MUSIC
মেয়ে: তুমি ডাকু লুটেরা, খান্দানী দুশমন
কেমন করে দেবো আমি তোমায় আমার মন
================
তুমি ডাকু লুটেরা, খান্দানী দুশমন
কেমন করে দেবো আমি তোমায় আমার মন
================
ছেলে: দুশমন হতে পারে দোস্ত্, প্রেমেরই ছোঁয়ায়
ভালোবাসায় আমির গরিব এক হয়ে যায়
দৌলতেরই পাল্লাতে প্রেমের ওজন করো না
ও আমার রোকসানা হেই
প্রেমে পড়েছি, তাই তো এসেছি
ফিরিয়ে দিতে পারবে না
MUSIC
মেয়ে: বুক কাঁপে ধক্ ধক্ ধক্ ধক্, দিল্ করে আনচান
তাহলে কি তুমি আমার প্রিয় জানের জান
================
বুক কাঁপে ধক্ ধক্ ধক্ ধক্, দিল্ করে আনচান
তাহলে কি তুমি আমার প্রিয় জানের জান
================
ছেলে: চিনতে যখন পেরেছো, বুকের মাঝে এসো
মেহেরবানী করে এবার আমায় ভালোবাসো
অমন করে নয়ন বাণে দিলে চাকু মেরো না
ও আমার রোকসানা হেই
প্রেমে পড়েছি, তাই তো এসেছি
ফিরিয়ে দিতে পারবে না
সোনা আর চাঁদি, চাই না আমি
সোনা আর চাঁ~দি, চাই না আমি
চাই দিলের নাজরানা
প্রেমে পড়েছি, তাই তো এসেছি
ফিরিয়ে দিতে পারবে না
ধন্যবাদ