menu-iconlogo
huatong
huatong
avatar

বেঈমান মাইয়া

Gogon Sakibhuatong
shari689huatong
Letras
Grabaciones
যতনো করে রাখিস স্মৃতি,

পিনঞ্জিরাতে রাখিস বাদী,

এই আমি আজ যাচ্ছি চলে..

ফিরব না তর মনের কোণে

যতনো করে রাখিস স্মৃতি,

পিঞ্জিরাতে রাখিস বাদী,

এই আমি আজ যাচ্ছি চলে..

ফিরব না তর মনের কোণে

ও বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে

সিম কার্ডের ঐ অফিস জানে,

কত কান্না জমা অটো রের্কডে

মোবাইল টাও আজ বোবা বোনেছে

তুই ছাড়া সেও হাই কথা ভুলেছে।

সিম কার্ডের ওই অফিসে জানে

কত কান্না জমা অটো রেকর্ডে

মোবাইল টাও আজ বোবা বোনেছে

তুই ছাড়া সেও হাই কথা ভুলেছে

ও বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে

ঐমাইয়া তুই বড় বেঈমান রে

প্রেমিকা টা হায়রে গেছে হারিয়ে,

ছেলেটা তাই আজ ভালো নাই রে,

বহু দূরে আনমনে ভাবছে সে খুব,

চিরতরে আজরে পারবে সে ঘুম।

প্রেমিকা টা হায়রে গেছে হারিয়ে

ছেলেটা তাই আজ ভালো নাই রে

বহুদূরে আনমনে ভাবছে সে খুব

চিরতরে আজরে পারবে সে ঘুম

ও বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে,

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে।

বেঈমান বেঈমান বেঈমান রে

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে

বেঈমান বেঈমান বেঈমান রে

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে

বেঈমান বেঈমান বেঈমান রে

ঐ মাইয়া তুই বড় বেঈমান রে

Más De Gogon Sakib

Ver todologo

Te Podría Gustar

বেঈমান মাইয়া de Gogon Sakib - Letras y Covers