menu-iconlogo
logo

অনেক সাধনার পরে আমি Onek Sadhonar Pore

logo
Letras
M অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভূবনে

আমার আপনজন

F তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি,ভালোবাসি

ভালোবাসি তোমাকে

অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভূবনে

আমার আপনজন

F বিধাতা আমাকে তোমার জন্যে

গড়েছে আপন হাতে,

M জীবনে মরণে,আধারে আলোতে

থাকবো তোমার সাথে ;

F বিধাতা আমাকে তোমার জন্যে

গড়েছে আপন হাতে,

M জীবনে মরণে,আধারে আলোতে

থাকবো তোমার সাথে ;

F তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি,ভালোবাসি,

ভালোবাসি তোমাকে ।

M অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভূবনে

আমার আপনজন

F যাবেনা কখনও ফুরিয়ে যাবে না,

আমার ভালোবাসা

M তোমাকে পেয়েছি,পেয়েছি আবারো

বাচার নতুন আশা

F যাবেনা কখনও ফুরিয়ে যাবে না

আমার ভালোবাসা

M তোমাকে পেয়েছি,পেয়েছি আবারো

বাচার নতুন আশা

F তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি,ভালোবাসি,

ভালোবাসি তোমাকে ।

M অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভূবনে

আমার আপনজন

F তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি,ভালোবাসি

ভালোবাসি তোমাকে

M F অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভূবনে

আমার আপনজন