menu-iconlogo
huatong
huatong
mitali-mukherjee-keno-asha-bedhe-cover-image

Keno Asha Bedhe কেন আশা বেঁধে

Mitali Mukherjeehuatong
sexysarah211huatong
Letras
Grabaciones
গান: কেন আশা বেঁধে রাখি

কথা:

সুর:

শিল্পী: মিতালী মুখার্জি

1st কেন আশা বেঁধে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

কেন দ্বীপ জ্বেলে রাখি..

কেন আশা.. বেঁধে রাখি

জানি আসবেনা

ফিরে আর তুমি..

জানি আসবেনা

ফিরে আর তুমি..

তবু পথ পানে চেয়ে থাকি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা… বেঁধে রাখি?

2nd জানবেনা তুমি, বুঝবেনা তুমি

এই ব্যাথা আমার, এই জ্বালা আমার..

জানবেনা তুমি, বুঝবেনা তুমি,

ছিলে কাছে যখন

ছিল সবই আপন..

ছিলে কাছে যখন

ছিল সবই আপন..

সেই ভেবে জলে ভরে আঁখি

কেন আশা.. বেঁধে রাখি

1st কত আশা ছিল

কত ছিল যে গান

কত হাসি ছিল..

কত অভিমান

কত আশা ছিল

কত ছিল যে গান

কত হাসি ছিল..

কত অভিমান

2nd সূর্য জ্বলা

এই সকাল আমার..

সূর্য জ্বলা

এই সকাল আমার..

আঁধারে সবই গেলো ঢাকি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা… বেঁধে রাখি?

1st এই মনের কথা হয়নিতো বলা

হয়নিতো আজ, সেই পথে চলা

এই মনের কথা, হয়নিতো বলা,

স্বপ্ন যে ছিল

সবই তোমার দেয়া..

স্বপ্ন যে ছিল

সবই তোমার দেয়া..

তবে কেন দিলে তুমি ফাঁকি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা.. বেঁধে রাখি

2nd কেন দ্বীপ জ্বেলে রাখি

কেন আশা… বেঁধে রাখি

জানি আসবেনা

ফিরে আর তুমি..

জানি আসবেনা

ফিরে আর তুমি..

তবু পথ পানে চেয়ে থাকি

কেন আশা.. বেঁধে রাখি

কেন আশা.. বেঁধে রাখি?

1st কেন দ্বীপ জ্বেলে রাখি

কেন আশা… বেঁধে রাখি?

সমাপ্ত

Más De Mitali Mukherjee

Ver todologo

Te Podría Gustar