কত কি করার আছে বাকি…
বেলা বয়ে যায়….
কী করে এভাবে আমি থাকি…
ভেবে ভেবে সারাদিন কাটে…
বলো কী উপায়…
তোমারও কি এরকম ঘটে ?
কত কি করার আছে বাকি…
ঠিক কী যে চাই, খুঁজে বেড়াই…
কূল কিনারা ভেবে না পাই…
কী করি বলো না…..
হা-হুতাশ গেল না !
ও ~ ও
ঠিক কী যে চাই, খুঁজে বেড়াই…
কূল কিনারা ভেবে না পাই…
কী করি বলো না…..
হা-হুতাশ গেল না !
ও ~ ও
সব ছেড়ে ছুড়ে বহুদূরে সরে যাই তবে…
আর কী বা হবে ?
ও ~ ও ~ ও~ ও
কিছু তো হল না এ জীবনে…
বৃথা কালক্ষয়…
তোমারও কি এমন হয় মনে ?
নিঃসঙ্গতা ঘিরে আসে…
কঠিন এ সময়…
তোমারও কি কেউ নেই পাশে ?
ঠিক কী যে চাই খুঁজে বেড়াই...
কূল কিনারা ভেবে না পাই…
কী করি বলো না…..
হা-হুতাশ গেল না !
ও ~ ও
ঠিক কী যে চাই খুঁজে বেড়াই...
কূল কিনারা ভেবে না পাই…
কী করি বলো না…..
হা-হুতাশ গেল না !
ও ~ ও
সব ছেড়ে ছুড়ে বহুদূরে সরে যাই তবে…
আর কী বা হবে ?
ও ~ ও ~ ও~ ও
কত কি করার আছে বাকি