menu-iconlogo
huatong
huatong
avatar

Thambe Kobe?

Nilanjan Ghosal/Ron-Ehuatong
motalibrhuatong
Letras
Grabaciones
থামবে কবে?

এ অত্যাচার থামবে কবে?

নামবে কবে?

তুমি পথে নামবে কবে?

থামবে কবে?

এ অত্যাচার থামবে কবে?

নামবে কবে?

তুমি পথে নামবে কবে?

রাত জাগে শুধু জঙলি হায়না

আসলেই ওরা দেখতে পায়না

দু'চোখ ঢাকা অন্ধকারে

শিক্ষার আলো দেখতে চায় না

মানুষের মত দেখতে হলেই

সবাই কিন্তু মানুষ হয় না

ওদের মাথার ওপর কাদের হাত

সবাই জানি

সাহস কারা দিচ্ছে ওদের

সবাই জানি

কারা ওদের লুকিয়ে রাখে

সবাই জানি

কারা ওদের পুষছে টাকায়

সবাই জানি

যারা উপর থেকে কলকাঠি নেড়ে

ঢোকাচ্ছে টাকা নিজের পকেটে

স্বাস্থ্য, শিক্ষা কিংবা শিল্প

গুঁড়িয়ে দিয়েছে নিজেদের হাতে

বাড়াচ্ছে ভাতা, সুরক্ষা নেই

প্রকল্প আছে, স্বাধীনতা নেই

আছে শুধু ভয়, আছে শুধু ভয়

সিস্টেম আছে, স্বাধীনতা নেই।

থামবে কবে?

এ অত্যাচার থামবে কবে?

নামবে কবে?

তুমি পথে নামবে কবে?

থামবে কবে?

এ অত্যাচার থামবে কবে?

নামবে কবে?

আমার রাজ্যে, আমার দেশে নিজের মত ভাববো

তুই কে বলার রাত্তিরে আমি বাইরে কেন থাকবো

নিজের রাজ্যে, নিজেদের দেশে নিজেদের মত ভাববো

তুই কে বলার কোন পোষাকে কতটা শরীর ঢাকবো?

রাত্রি আমার, দিনও আমার, রাস্তা আমার জন্য

তোদের গুন্ডামি করে আর কতদিন কাজ খুঁজে দেখ অন্য

পড়বো, লড়বো, আনবো নতুন আলোর মত সকাল

তোরা মারবি যত, বাড়বো তত ঘোচাবো এই আকাল

আমরা চিনে গেছি শত্রু কারা, কারা আসল দোষী

রাত্রে কারা আঁধার নামায়, আর কারা সাহসী

সুরক্ষা চাই, স্বাধীনতা চাই, জানতে চাই সত্যি

এই দেশে যারা ধর্ষণ করে, তাদেরই আমরা ভোট দিই

থামবে কবে?

এ অত্যাচার থামবে কবে?

নামবে কবে?

তুমি পথে নামবে কবে?

থামবে কবে?

এ অত্যাচার থামবে কবে?

নামবে কবে?

তুমি পথে নামবে কবে?

Más De Nilanjan Ghosal/Ron-E

Ver todologo

Te Podría Gustar