menu-iconlogo
huatong
huatong
avatar

Chokhe Chokh

Nilanjan Ghosalhuatong
kmieclinghuatong
Letras
Grabaciones
চোখে চোখ রেখে ক্লান্ত

চেনা পথঘাট জানতো

নীলচে কতটা রোদ্দুর আমি চাই

চোখে চোখ রেখে ক্লান্ত

চেনা পথঘাট জানতো

নীলচে কতটা রোদ্দুর আমি চাই

পাশাপাশি বসে চুপচাপ

কালো আকাশের নীচে হোক পাপ

যুদ্ধ বিমানে আলোদের রোশনাই

স্নান করেছিলে কাকভোর

কাপড়ের ভাঁজে কাব্যর

বানান ভুলের সংশোধনে যাই

তারা খসে পড়া চোখ তার

এই বিপদসীমা সে হোক পার

ভালবাসা ভেবে কাঁটাতারে জড়াই

চোখে চোখ রেখে ক্লান্ত

চেনা পথঘাট জানতো

নীলচে কতটা রোদ্দুর আমি চাই

Más De Nilanjan Ghosal

Ver todologo

Te Podría Gustar