menu-iconlogo
huatong
huatong
shawon-gaanwala-lukate-parina-ami-cover-image

Lukate Parina Ami

Shawon Gaanwalahuatong
rjbrown57huatong
Letras
Grabaciones
লুকাতে পারি না আমি, ভালোবাসি তোমাকে

তোমার জন্য হৃদয় আমার, গ্রহণ করো আমাকে

লুকাতে পারি না আমি, ভালোবাসি তোমাকে

তোমার জন্য হৃদয় আমার, গ্রহণ করো আমাকে

ভালোবেসে দূরে আছি এই তো অনেক বেশি

মনটা আমার তোমার কাছে, তোমায় নিয়ে স্বপ্ন চষি

ভালোবেসে দূরে আছি এই তো অনেক বেশি

মনটা আমার তোমার কাছে, তোমায় ভেবে স্বপ্ন চষি

চাইলে তোমায় জানও দেবো, একটু বোঝো আমাকে

লুকাতে পারি না আমি, ভালোবাসি তোমাকে

দুঃখ আমার, সুখ সব তোমার, লেনদেন হিসেবহীন

ভাবতে চাই না কোনো সকাল অথবা রাত তুমিহীন

দুঃখ আমার, সুখ সব তোমার, লেনদেন হিসেবহীন

ভাবতে চাই না কোনো সকাল অথবা রাত তুমিহীন

তোমায় নিয়ে গড়বো রাজ্য, সুযোগটা দাও আমাকে

লুকাতে পারি না আমি, ভালোবাসি তোমাকে

লুকাতে পারি না আমি, ভালোবাসি তোমাকে

তোমার জন্য হৃদয় আমার, গ্রহণ করো আমাকে

তোমার জন্য হৃদয় আমার, গ্রহণ করো আমাকে

লুকাতে পারি না আমি, ভালোবাসি তোমাকে

Más De Shawon Gaanwala

Ver todologo

Te Podría Gustar