menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Paye Nupur Amar 2-Topu/Anila

Topu/Anilahuatong
🍃RAFI_KHALED🍁🅶🅳🅱︎huatong
Letras
Grabaciones
মেয়ে: একপায়ে, নূপুর আমার অন্য খালি

একপাশে, সাগর~ একপাশে বালি

তোমা~র ছোট তরী ব~লো

নেবে কি?

=============

একপায়ে নূপুর আমার অন্য খালি

একপাশে, সাগর~ একপাশে বালি

তোমা~র ছোট তরী ব~লো-

নে~বে কি~?

নেবে কি?

MUSIC

ছেলে: বলবো না আকাশের চাঁদ এনে দেবো

বলবো না তুমি, রাজকন্যা

শুধু জিজ্ঞেস করি

দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা

আ~মার, ছোট তরী, ব~লো-

যাবে কি?

যা~বে কি~?

MUSIC

মেয়ে: নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা

নই অকারণ প্রেমে অন্ধ

জানি তুমি আমি আমাদের তরী আজব এক বন্ধুত্ব

তোমার ছোট তরী ব~লো-

নেবে কি?

==============

চাঁদের আলো যদি ভালো লাগে

কান হয়ে যায় ঝাপসা

তোমার এ তরী, যদি চলে যায়

ফিরে আর আসবে না

য~ত ভা~লোবাসি তা~রে

দূরে~, র~য়ে যাবে তা তো আমি

জেনেছি

==============

ছেলে: একপায়ে নূপুর তোমার অন্য পা খালি

একপাশে, সাগর~ একপাশে বালি

আ~মার ছোট তরী বলো

যাবে কি?

যা~বে কি?

মেয়ে: একপায়ে নূপুর আমার অন্য পা খালি

একপাশে, সাগর~ একপাশে বালি

তো~মার ছোট তরী বলো

নে~বে কি~?

ছেলে: আ~মার, ছোট তরী বলো

যাবে কি?

মেয়ে: তো~মার ছোট তরী বলো

নে~বে কি~?

ছেলে: আ~মার ছোট তরী বলো

যাবে কি?

Más De Topu/Anila

Ver todologo

Te Podría Gustar

Ek Paye Nupur Amar 2-Topu/Anila de Topu/Anila - Letras y Covers