menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu

Topuhuatong
firmeysingairh2015huatong
Letras
Grabaciones
পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক

সবাই বলে করছো ভুল আর

তোরা বলিস ঠিক

তোরা ছিলি তোরা আছিস

জানি তোরাই থাকবি

বন্ধু বোঝে আমাকে

বন্ধু আছে আর কি লাগে?

সুসম্পর্ক, দুঃসম্পর্ক, আত্মীয়-অনাত্মীয়

শত্রু-মিত্র, রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়

সৎ-অসৎ, দূরের-কাছের, বৈধ-অবৈধ

হাজারও এসব সম্পর্ক ভাঙ্গে

থাকে বন্ধুত্ব

তোরা ছিলি তোরা আছিস

জানি তোরাই থাকবি

বন্ধু বোঝে আমাকে

বন্ধু আছে আর কি লাগে?

কিছু কথা যা যায়না বলা কাউকে

কিছু কাজ যা যায়না করা সহজে

কিছু আচরণ মানে না কেউ সামনে

কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই

সবই হয় যদি তোরা থাকিস সেখানে

বন্ধু বোঝে আমাকে

বন্ধু আছে আর কি লাগে?

বন্ধু বোঝে আমাকে

বন্ধু আছে আর কি লাগে?

Más De Topu

Ver todologo

Te Podría Gustar

Bondhu de Topu - Letras y Covers