গানঃ আর যাবোনা আমেরিকা
শিল্পীঃ এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিলি ক্যাপ্টেন
ছেলে:- আর যাবোনা এমেরিকা
আর যাবোনা এমেরিকা
পেলাম যখন তোমার দেখা
তোমার বাড়ির পাশে
বাড়ি ভাড়া করে,থেকে যাবো ঢাকা
মিউজিক
মেয়ে:- আমি মেয়েতো একরোখা
পাবেনা যে আমার দেখা
দরজা জানালা বন্ধ করে
দিয়ে রবো ঘরে একা
ছেলে:- আর যাবোনা এমেরিকা
মেয়ে:- আমি মেয়েতো একরোখা
মিউজিকঃ অপেক্ষা করুন
মিউজিক ফলো করে গান করুন
ছেলে:- রাস্তায় যেই বেরোবে তুমি
দেখবে পাশে আছি আমি
মেয়ে:- বোরখা পরে যাবো বাহিরে
চিনবে আমায় কেমন করে
ছেলে:- চিনে নেবো তোমাকে
রাঙা চরণও দেখে
চিনে নেবো তোমাকে
রাঙা চরণও দেখে
পারবেনা দিতে ধোকা
মেয়েঃ আমি মেয়েটা একরোখা
ছেলেঃ আর যাবোনা আমেরিকা
মিউজিক
পি এস এফ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম
মেয়ে:- পাগলা হলে আরো যে তুমি
পাগলখানায় পাঠাবো আমি
ছেলে:- তোমার নামে পাগল হলে
মজনু যেন কয় সকলে
মেয়ে:- মিছে কেন যে ভাব
ফাঁদে ধরা দেব
মিছে কেন যে ভাব
ফাঁদে ধরা দেব
নই আমি এতো বোকা
ছেলে:- আর যাবোনা এমেরিকা
পেলাম যখন তোমার দেখা
তোমার বাড়ির পাশে
বাড়ি ভাড়া করে,থেকে যাবো ঢাকা
মেয়ে:- আমি মেয়েতো একরোখা
পাবেনা যে আমার দেখা
দরজা জানালা বন্ধ করে
দিয়ে রবো ঘরে একা
ছেলেঃ আর যাবোনা আমেরিকা
মেয়েঃ আমি মেয়েতো একরোখা
মেয়েঃ আর যাবোনা আমেরিকা...
ধন্যবাদ সবাইকে