গানঃ বোধহয় তেমন ভালো বাসতে পারছিনা
শিল্পীঃ কুমার শানু এবং কবিতা কৃষ্ণামুর্তি
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিলি ক্যাপ্টেন
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি
ছেলেঃবোধহয় তেমন ভালোবাসতে পারছিনা ..
যেমন বাসতে চাইছি।
মেয়েঃ বোধহয় ততটা কাছে আসতে পারছি না ..
যতটা আসতে চাইছি।
ছেলেঃ একি চাওয়া, একি আশা
মেয়েঃ এ যে কেমন কাছে আসা,
ছেলেঃ কাছে আসা
মেয়েঃ ভালোবাসা,
ছেলেঃ ভালোবাসা।
ছেলে+মেয়েঃ বোধহয় তেমন,ভালো বাসতে পারছিনা ..
যেমন বাসতে চাইছি
মিউজিকঃ অপেক্ষা করুন
মিউজিক ফলো করে গান করুন
পি এস এফ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম
ছেলেঃ তুমি যে, আমারই সাধনা
তুমি যে কামনা,
মনে, মনে
মেয়েঃ ও ও ও ও.. বীণাতে পাইগো এতো সুর
পাই গো অনুরাগ,
রাগেতে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে।
ছেলেঃ একি চাওয়া, একি আশা
মেয়েঃ এ যে কেমন কাছে আসা,
ছেলেঃ কাছে আসা
মেয়েঃ ভালোবাসা,
ছেলেঃ ভালোবাসা।
ছেলে+মেয়েঃ বোধহয় মুখেতে তেমন গাইতে পারছিনা ..
যেমন গাইতে চাইছি।।
মিউজিক
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিল
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি
মেয়েঃ তোমাকে, আমি যে চেয়েছি
এত যে পেয়েছি,
প্রাণে প্রাণে প্রাণে প্রাণে
ছেলেঃ ও ও ও ও .. নয়নে, ধরেছি স্বপনে
বেঁধেছি জীবনে,
গানে গানে গানে গানে।
মেয়েঃ একি চাওয়া, একি আশা
ছেলেঃ এ যে কেমন কাছে আশা,
মেয়েঃ কাছে আশা
ছেলেঃ ভালোবাসা,
মেয়েঃ ভালোবাসা।
ছেলে+মেয়েঃ বোধহয় শোনো সে তরী বাইতে পারছিনা ..
যেমন বাইতে চাইছি,
বোধহয় তেমন ভালোবাসতে পারছিনা ..
ছেলেঃ যেমন বাসতে চাইছি,
মেয়েঃ যেমন বাসতে চাইছি,
ছেলেঃ যেমন বাসতে চাইছি,
মেয়েঃ যেমন বাসতে চাইছি,
ছেলেঃ যেমন বাসতে চাইছি।।
ধন্যবাদ সবাইকে