menu-iconlogo
huatong
huatong
avatar

Chotto belar sriti gulo ছোটবেলার স্মৃতি গুলো

আরমান আলিফhuatong
100034031831huatong
Paroles
Enregistrements
আরমান আলিফ

সবাই মিউজিক ফলো করুন

ছোট্টবেলার স্মৃতি গুলো যখন পড়ে মনে

একলা একা কাঁদি আমি বসিয়া গোপনে

তুই যে ছিলি খেলার সাথী স্কুলেরই প্রেম

সুযোগ বুঝে আমার সাথে খেললি যে তুই গেম

নিজের ইচ্ছামত রে তুই দিলি অপবাদ

জানিস নাকি মন ভাঙ্গা যে কত বড় পাপ

তুই মহাপাপি তুই অপরাধী তুই যে লোভী মেয়ে

এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে

তুই মহাপাপী অপরাধী তুই যে লোভী মেয়ে

এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে

?

ময়না পাখি তোতা ছাড়া কিছুই বলতি না

একটা সময় আমায় ছাড়া কিছুই খাইতি না

বলতি আমায় তোমায় ছাড়া প্রাণে বাঁচবো না

এখন কেমনে বেঁচে আছিস কিছুই বুঝিনা

ভালো লাগলে লাইক দিন

ময়না পাখি তোতা ছাড়া কিছুই বলতি না

একটা সময় আমায় ছাড়া কিছুই খাইতি না

বলতি আমায় তোমায় ছাড়া প্রাণ বাঁচবো না

এখন কেমনে বেঁচে আছিস কিছুই বুঝিনা

নিজের ইচ্ছে মত রে তুই দিলি অপবাদ

জানিস নাকি মন ভাঙ্গা যে কত বড় পাপ

তুই মহাপাপি তুই অপরাধী তুই যে লোভী মেয়ে

এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে

তুই মহাপাপী তুই অপরাধী তুই যে লোভী মেয়ে

এখন ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে

imo nbr 01642280962

তোরে ভালবাসতে গিয়ে খাইছি কত মাইর

রাত বিরাতে তোর লাগিয়া হইছি ঘরের বাইর

মিথ্যা অপবাদেরে তুই ভাইঙ্গা দিলাম মন

আমি নাকি তোর কখনো ছিলাম না আপন

S.R.J jakaria Chowdhury

Tangail

তোরে ভালবাসতে গিয়া খাইছি কত মাইর

রাত বিরাতে তোর লাগিয়া হইছি ঘরের বাইর

সবাই ভালো থাকুন বায় বায়

Davantage de আরমান আলিফ

Voir toutlogo

Vous Pourriez Aimer