menu-iconlogo
huatong
huatong
avatar

Koknono Gaja Kokhono Baba

আরমান আলিফhuatong
shamimislamanomhuatong
Paroles
Enregistrements
কখনো গাজা,, কখনো বাবা,,

কখনো গাজা,, কখনো বাবা,,

কখনো গাজা,, কখনো বাবা,,

মদ ছাড়া তো চলে না,,

নেশা এখন নতুন জীবন,,

অতিতের কথা ভাবি না,,

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া ত চলে না

নেশা এখন নতুন জিবন

অতিতের কথা ভাবি না,,,

যেই তুমি আপন ছিলে

দুরে সরে গিয়েছো,,,,

অবুঝ এই হৃদয়টারে শুন্য করে দিয়েছো,

সার্থ খুজে বদলে গেছো,

নেশা আপন করেছে,,

নেশা আজ তুমার মতো,,

আমায় নষ্ট করেছে,,

কখনো গাজা,,, কখনো বাবা,,

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া ত চলে না

নেশা এখন নতুন জীবন

অতিতের কথা ভাবি না

----Uploaded by -----

-----পাগলা অনম---@-728426,,,

আমার গানের প্রতিটা সুরে

তুমায় আমি খুজে যাই

তুমি ছাড়া শুন্য লাগে

হৃদয়ের আঙিনায়,,,

কার চোখে চোখ রেখে

অভিমানে ভুলে যাও

ভালোবাসি বলে আজ কার

বুকেতে মাথা দাও,,,

তুমায় কেন পাইনা খুজে আমার শহরটাই

কার শহরে আলো মাখ আধার দিয়া আমায়,,,

কখনো গাজা,,, কখনো বাবা,,

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া ত চলে না

নেশা এখন নতুন জীবন

অতিতের কথা ভাবি না

----Uploaded by -----

-----পাগলা অনম---@-728426,,,

তোমার দেওয়া স্মৃতি ভুলতে

নেশার জীবন ধরেছি,,

তোমার চোখে হাসির জোয়ার

আমার চোখে পানি,,

কেমন করে তোমার স্মৃতি

ভুলে থাকতে পারি আমি,,,

চাই না নেশা, চাই না তোমায়

আধার ছেড়ে আলো চাই,,,

তাই তো তুমায় ভুলতে আমি

নেশার নৌকা বেয়ে যাই

তুমি বেশ সুখেই আছো অন্য কারো পিঞ্জিরায়

কখনো গাজা,,, কখনো বাবা,,

কখনো গাজা কখনো বাবা

মদ ছাড়া ত চলে না

নেশা এখন নতুন জীবন

অতিতের কথা ভাবি না

এই আমি কেমন আমি

যদি জানিতাম আমার মতো একটা

তুমি খুজিয়া নিতাম আমার মত একটা

তুমি খুজিয়া নিতাম।

Davantage de আরমান আলিফ

Voir toutlogo

Vous Pourriez Aimer